গুগল অ্যাডসেন্স হল গুগলের একটি সার্ভিস। এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে অ্যাড দিয়ে টাকা আয় করা যায়।
গুগল অ্যাডসেন্সের জন্য কি কি লাগবে?
১। একটি ভালমানের হোস্টিং ও ডোমেইন সম্মৃদ্ধ ওয়েবসাইট।
২। সেই ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ব্লগ বা আর্টিকেল।
কিভাবে ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স লাগাতে হয়?
১। গুগলের অ্যাডসেন্স লাগানোর জন্য প্রথমত আপনাকে খুবই প্রয়োজনীয় ও মানুষ সার্চ করে এ রকম ৩০- ৪০ টি ব্লগ ওয়েবসাইটে লাগাতে হবে।
২। এরপর গুগল অ্যাডসেন্সে যেয়ে আবেদন করতে হবে।
৩। আবেদনের ১ সপ্তাহের মধ্যে আপনার ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে গেলে অ্যাড লাগাতে হবে। আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর হবে, আপনি তত বেশি টাকা এর মাধ্যমে আয় করতে পারবেন।
কিভাবে গুগল অ্যাডসেন্সে অ্যাড তৈরি করতে হয়?
গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ড থেকে অটো অ্যাড ও মানুয়াল অ্যাড লাগানো যায়। মানুয়াল অ্যাড যেকোন সাইজের তৈরি করা যায়। আর অটো অ্যাড এর জন্য একটি কোড ওয়েবসাইটের হেডারে সেট করে অ্যাড চালু করা যায়। মানুয়াল অ্যাড কোড ওয়েবসাইটের যেকোন যায়গায় লাগানো যায়।
গুগল অ্যাডসেন্সের শর্ত কি কি?
১। ওয়েবসাইটটির সাইটম্যাপ থাকতে হবে।
২। ওয়েবসাইটটিতে গুগল অ্যানালাইটিক লাগাতে হবে।
৩। ওয়েবসাইটটিতে প্রাইভেসি, টার্মস, সম্পর্কিত ও যোগাযোগ পেজ অবশ্যই থাকতে।
৪। ওয়েবসাইটটির ব্লগের মান খুবই ভাল হতে হবে।
৫। ওয়েবসাইটিটিতে ads.txt লাগানো থাকতে হবে।