গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আজকাল অনেকেই খুব সহজে ঘরে বসে টাকা আয় করছেন। যাদের একটি ব্লগ ওয়েবসাইট আছে বা ইউটিউব চ্যানেল আছে, তারা খুব সহজেই ঘরে বসে এর মাধ্যমে আয় করতে পারছেন। এতে করে তারা গুগল এর অ্যাড বা বিজ্ঞাপণ দেখিয়ে টাকা আয় করতে পারছেন।

গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কি কি ভাবে টাকা আয় করা যায়?

গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ৩ ভাবে টাকা আয় করা যায়।

১। ওয়েবসাইটের মাধ্যমে

২। ইউটিউব ভিডিও এর মাধ্যমে

৩। মোবাইল অ্যাপসের মাধ্যমে

ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্স থেকে আয়

এই প্রক্রিয়ায় প্রথমে আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট খুলতে হবে। ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস বা ব্লগারে হলে খুব ভাল হয়। এরপর আপনাকে কমপক্ষে ৪০ টি ব্লগ বা আর্টিকেল লিখতে হবে। তবে মনে রাখতে হবে, ব্লগ গুলি যেন ৫০০ থেকে ১০০০ শব্দের হয়। আর
ব্লগগুলি যেন ইউনিক হয়। এরপর আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য adsense.google.com/start ওয়েবসাইটে যেয়ে অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। সাধারণত ৭ দিনের মধ্যেই
আপনার অ্যাডসেন্স আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আপনার ওয়েবসাইটে গুগুল অ্যাডসেন্সের কোড বসিয়ে অ্যাড দেখিয়ে টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর হবে তত আপনার অ্যাড মানুষ বেশি দেখবে ও
অ্যাডে ক্লিক করবে। আর তখন আপনি টাকা আয় করতে পারবেন। যত বেশি অ্যাডে ক্লিক, তত বেশি টাকা আয়। আপনার এই আয় করা টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।

ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যা যা করণীয়

১। ওয়েবসাইটে অবশ্যই contact us, abous us, privacy ও terms পেজ থাকতে হবে।

২। ওয়েবসাইটে কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে।

৩। কোন প্রকার কপি কন্টেন্ট থাকা যাবে না।

৪। ওয়েবসাইটটির xml sitemap গুগল সার্চ কনসোলে অ্যাড থাকতে হবে ও ওয়েবসাইটটির গুগল অ্যানালাইটিক থাকতে হবে।

২। ইউটিউব ভিডিও এর মাধ্যমে অ্যাডসেন্স থেকে আয়

এই পদ্ধতিতে আপনাকে সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। এরপর চ্যানেলে যে কোন বিষয়েরে উপর ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। এই ভিডিও গুলি কখনোই কপি ভিডিও হওয়া যাবে না। এরপর
ধীরে ধীরে ভিডিও এর ভিউ বাড়তে থাকলে ও সাবস্ক্রাইবার বাড়তে থাকলে চ্যানেলটি মনেটাইজেশনের জন্য দিতে হবে। এরপর গুগল থাকে অ্যাপ্রুভাল পেলে ভিডিওতে অ্যাড দেখানো শুরু হবে। আর টাকা আয় শুরু হয়ে যাবে।

ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যা যা করণীয়

১। ১৮ বছর হতে হবে

২। গত ১২ মাসে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম হতে হবে।

৩। চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।

৩। মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাডসেন্স থেকে আয়

এই পদ্ধতিতে মোবাইলের অ্যান্ড্রয়েড ও আই ও এস অ্যাপে গুগলের অ্যাড লাগানো যাবে। এই অ্যাড সার্ভিসকে goole admob বলে। এর জন্য প্রথমে google play store এর জন্য একটি অ্যাপ বানাতে হবে। এরপর সেটি
https://play.google.com/console/u/0/signup এর মাধ্যমে আপলোড করতে হবে। এরপর অ্যাপটি ১০০০ বার ডাউনলোড হলে গুগল admob এর জন্য অ্যাপ্লাই করা যাবে ।
আপ্রুভাল পেয়ে গেলে অ্যাপে অ্যাড লাগিয়ে মাসে মাসে টাকা আয় করা যাবে। যত বেশি অ্যাপ ডাউনলোড হবে, তত বেশি টাকা আয় হবে। এর এই টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়া যাবে।

পোস্টটি শেয়ার করুন-