আপনি যদি ভাল ভিডিও বানাতে পারেন। তাহলে খুব সহজেই মাসে লাখ টাকা আয় করতে পারবেন। আর জন্য দরকার হবে ইউটিউব ও ফেসবুক।

ইউটিউব থেকে আয়

ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয় করার জন্য যা যা করতে হবে

১। ভাল মানের বেশ কয়েকটি ভিডিও বানাতে হবে।

২। একটি ভাল নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে হবে। এর জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর সেই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউবে সাইন ইন করে করে একটি চ্যানেল খুলতে হবে।

৩। এরপর সব ভিডিও সেই চ্যানেলে আপলোড দিতে হবে।

৪। এরপর যখন সব ভিডিও মিলে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হবে ও ১০০০ সাবস্ক্রাইব হবে, তখন গুগল অ্যাডসেন্সে আবেদন করতে হবে।

৫। অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলে অব ভিডিওতে অ্যাড দেখানো শুরু করবে। আর টাকা আয় হবে। যত বেশি ভিউ হবে, তত টাকা পাওয়া যাবে।

ফেসবুক থেকে আয়

ফেসবুক থেকে আয় অনেকটা ইউটিউবের মত। এখানেও ভাল মানের ভিডিও বানাতে হবে। এরপর ফেসবুক পেজ খুলে সেই ভিডিও আপলোড দিতে হবে। এক্ষেত্রে ৬ লাখ মিনিট ভিডিওতে ভিউ হতে হবে সর্বশেষ ৬০ দিনে। এরপর ফেসবুকে মনেটাইজেশনের জন্য আবেদন করতে হবে। আবেদন আপ্রুভ হয়ে গেলে, ভিডিওতে অ্যাড দেখাবে। আর টাকা আয় হওয়া শুরু হবে। যত বেশি ভিউ হবে তত বেশি আয় হবে।