অনলাইনে টাকা উড়ছে। আপনাকে সেই টাকা ধরতে জানতে হবে। খুবই সহজ উপায়ে অনলাইনে আয় করার উপায়।
১। ফ্রিলান্সিং করে আয়
অনলাইনে আয় করার এটা অনেক সহজ উপায়। আপনি যদি অনেক কাজে দক্ষ হয়ে থাকে, যার চাহিদা বিদেশেও আছে, তাহলে আপনাকে কেও আটকাতে পারবেনা। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবডিজাইন, এস ই ও ইত্যাদি কাজে অনেক ভাল হোন তাহলে আপনি upwork, freelancer.com, fivrr, people per hour ওয়েবসাইট গুলিতে কাজ করে টাকা আয় করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে কিছুদিন যেকোন একটি বিষয়ে কাজ শিখতে হবে।

আপনি চাইলে ইউটিউব দেখে কাজ শিখতে পারেন। এরপর মার্কেটপ্লেস থেকে খুব সহজে কাজ পেতে পারেন। আর যেহেতু আপনার ক্লাইন্ট বেশিরভাগ হবে আমারিকা, কানাডা, যুক্তরাজ্যের। তাই আপনি এখান থেকে অনেক বেশি ডলার আয় করতে পারবেন। যা মাসে লাখ টাকা ছাড়াবে।
২। গুগল অ্যাডসেন্স করে আয়
আপনি যদি লেখালেখিতে ভাল হয়ে থাকেন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাড লাগিয়ে প্রতিমাসে লাখ টাকা অনায়েসেই আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার ব্লগ যদি অনেক মান সম্মত হয়, তাহলে অনেক ভিজিটর পাবেন। আর যত বেশি ভিজিটর তত বেশি টাকা।
৩। ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করে আয়
এই উপায়ে আয় এখন বেশ জনপ্রিয়। আপনার যদি কোন প্রডাক্ট থাকে তাহলে আপনি সেটি অনায়েসেই ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে আপনার লাভ অনেক বেশি হবে। কারণ আপনার না লাগছে দোকান ভাড়া, না লাগছে কর্মচারি ভাড়া। শুধুমাত্র একটি ফেসবুক পেজ থাকলেই আপনি আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনি যেকোন প্রডাক্ট বিক্রি করতে পারেন। যেমন জামা কাপড়, কসমেটিকস ইত্যাদি।
৪। অনলাইনে ছবি বিক্রি করে আয়

এর থেকে সহজ কাজ আর কিছুই না। আপনার যদি একটি ভাল মানের ক্যামেরা যুক্ত মোবাইল থাকে, তাহলে সেই মোবাইল দিয়ে ছবি তুলে আপনি সেই ছবি অনলাইনে বিক্রি করে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। যেমন pixabay, shutterstock এই ওয়েবসাইট গুলিতে আপনি আপনার ছবি আপলোড করে টাকা আয় করতে পারবেন। আর সেই টাকা আপনি ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।