প্রথমে হোস্টিং বা সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট করে নিতে হবে। এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকতে হবে। এরপর ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় একটি থীম ও প্লাগিন সমূহ ইনস্টল করে নিতে হবে। এরপর মেনু, এস এস এল, পেজ, পোস্ট সব সেট করে মাত্র ৩০ মিনিটে একটি বানানো যাবে।

কোন কোন উপায়ে খুব সহজে একটি ওয়েবসাইট বানানো যায়?

একটি ওয়েবসাইট বিভিন্ন উপায়ে বানানো যায়। তবে বর্তমানে কোন প্রকার কোডিং ছাড়াই ওয়েবসাইট বানানো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ৩ উপায়ে একেবারে খুব সহজে একটি ওয়েবসাইট বানানো যায়।

১। সি এম এস ওয়ার্ডপ্রেসের মাধ্যমে

২। ওয়েবসাইট বিল্ডার্সের মাধ্যমে

৩। ব্লগার ডট কমের মাধ্যমে

১। সি এম এস ওয়ার্ডপ্রেসের মাধ্যমে

বর্তমানে অনেক সি এম এস আছে। যেমনঃ ড্রুপাল, ওয়ার্ডপ্রেস, জুমলা, মাজেন্টো ইত্যাদি। এদের মধ্যে সবথেকে সহজ ও জনপ্রিয় হল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাতে কোন প্রকার কোডিং জ্ঞান না থাকলেও চলে। শুধুমাত্র থীম ও প্লাগিন দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়।

২। ওয়েবসাইট বিল্ডার্সের মাধ্যমে

এখন ওয়েবসাইট বানানো আরো সহজ হয়ে গেছে। আপনি চাইলেই ওয়েবসাইট বিল্ডার্সেওর মাধ্যমে তা বানাতে পারবেন। এর জন্য হোস্টিং এর কোন ঝামেলা নিতে হবে। ওয়েবসাইট বিল্ডারের মধ্যে উইক্স, গোড্যাডি, শোপিফাই ইত্যাদি জনপ্রিয়।

৩। ব্লগার ডট কমের মাধ্যমে

আপনি যদি শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট বানাতে চান, তাহলে ব্লগার ডট কমের মাধ্যমের ফ্রিতে খুব সহজে ওয়েবসাইট বানাতে পারবেন। ব্লগারে ওয়েবসাইট বানাতে কোন প্রকার হোস্টিং লাগে না। আর ব্লগার হল গুগলের প্রডাক্ট। আর এর মাধ্যমে ওয়েবসাইট বানাতে কোন প্রকার কোডিং জ্ঞান লাগেনা। এখানে আপনি ফ্রিতে থীম সিলেক্ট করে যেকোন ব্লগ ওয়েবসাইট বানাতে পারবেন।