বর্তমান বিশ্বে বিনোদন এখন ইউটিউব কেন্দ্রিক হয়ে গেছে। এখন সবার হাতে হাতে স্মার্ট মোবাইল ও ইন্টারনেট খুবই সহজলভ্য হয়ে গেছে। এখন সবাই ইউটিউবে ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আর যারা ইউটিউবে ভিডিওগুলি দেয়, তারা তাদের সেই ভিডিওতে অ্যাড লাগিয়ে হাজার হাজার ডলার আয় করে। এর জন্য তারা একটি চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড করে সেই চ্যালেনে। আপনিও চাইলেই মোবাইলেই একটি ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলে ভিডিও অ্যাড দিয়ে টাকা আয় করতে পারবেন।

একটি ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগবে?

১। একটি মোবাইল

২। একটি জিমেইল অ্যাড্রেস।

কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়?

১। প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজার জিমেইল টাইপ করে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। এটি আপনি জিমেইল অ্যাপ দিয়েও করতে পারেন।

২। এরপর গুগল ক্রম ব্রাউজার থেকে m.youtube.com এ ঢুকতে হবে। এরপর আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করতে হবে।

৩। এরপর আপনার ব্রাউজারটিকে ডেক্সটপ মোডে করে নিতে হবে।

৪। এরপর account অপশন থেকে create a channel বাটনে ক্লিক করতে হবে।

৫। এরপর চ্যানেলের name ও handle দিয়ে create channel বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি হয়ে যাবে।

৬। এবার আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য upoload video বাটনে ক্লিক করতে হবে।

ইউটিউবে চ্যানেল খুলে কিভাবে আয় করা যায়?

ইউটিউব থেকে আয় করার জন্য প্রথমত উপরের নিয়মে একটি চ্যানেল খুলতে হবে। আপনি যে বিষয়ে ভিডিও দিবেন সেই বিষয়ের উপর চ্যানেলের নাম দিতে হবে। এরপর আপনাকে ভাল মানের কিছু ভিডিও বানাতে হবে। সেই ভিডিও গুলি আপনি মোবাইল এর বিভিন্ন ভিডিও এডিটিং অ্যাপ দিয়েই এডিট করতে পারবেন। ভিডিওগুলি আপনাকে আপনার চ্যানেলে আপলোড দিতে হবে। ভিডিওতে অবশ্যই কিওয়ার্ড, ট্যাগ ও বর্ণনা দিতে হবে।

এরপর আপনার ভিডিও থেকে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম ও ১০০০ subscriber হলে আপনাকে Google Adsense এ অ্যাপ্লাই করতে হবে। গুগল অ্যাডসেন্সে ৭ দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে, আপনার ভিডিও গুলিতে অ্যাড দেখানো শুরু হবে। আপনার ভিডিও এর কোয়ালিটি যতই ভাল হবে। মানুষ আপনার ভিডিওতে তত বেশি দেখবে। আর এতে আপনার ভিডিও এর ভিউ বাড়তে থাকবে। আর সেই সাথে আপনার subscriber এর সংখ্যাও বাড়তে থাকবে। এভাবে আপনার ভিডিওতে ভিউ বেশি হলে আপনার অ্যাড মানুষ তত বেশি দেখবে। আপনার অ্যাড দেখলে আপনি তখন টাকা পাবেন।

আর অ্যাডে কেউ ক্লিক করলে আপনি আরো বেশি টাকা পাবেন। আর সেই টাকা আপনার Google Adsense এর অ্যাকাউন্টে জমা হবে। আর আপনি সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে হবে। আস্তে আস্তে যত দিন যাবে আপনার চ্যানেলের subscriber এর সংখ্যা যখন 500K থেকে 1M হবে তখন আপনি প্রতি মাসে অনায়েসেই ১ হাজার ডলার থেকে ২ হাজার ডলার আয় করতে পারবেন।