ব্লগার দিয়ে খুব সহজেই একটি ব্লগ বা ম্যাগাজিন ওয়েবসাইট বানানো যায়। ব্লগারে ওয়েবসাইট বানানো একদম সহজ। ব্লগারে ওয়েবসাইট বানিয়ে তাতে গুগল অ্যাডসেন্স লাগিয়ে অ্যাড দেখিয়ে প্রচুর পরিমাণ টাকা আয় করা সম্ভব।
ব্লগারে ওয়েবসাইট বানানোর উপকারিতা কি?
১। প্রথমত এটি গুগগলের সার্ভিস। তাই এর নিরাপত্তা নিয়ে কোন চিন্তা করতে হবে।
২। এটা গুগলের সার্ভিস হওয়াতে এখানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে অনেক সহজ হবে।
৩। যেহেতু এটি গুগলের নিজস্ব সার্ভিস, তাই আপনাকে আলাদা করে কোন প্রকার হোস্টিং ও ডোমেইন কিনতে হবে না। তবে গুগল অ্যাডসেন্সের জন্য ভাল কোন ডোমেইন কিনে ব্লগারের সাথে লাগানোই ভাল।
৪। ব্লগার ওয়েবসাইটের গতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যেহেতু এটি গুগল থেকে পরিচালিত হচ্ছে তাই গুগল এটিতে সর্বোচ্চ গতি দিবে। যার ফলে আপনার ওয়েবসাইটে আনলিমিটেড ভিজিটর আপনি ফ্রিতে পাবেন।
৫। ব্লগার দিয়ে ওয়েবসাইট বানানো অনেক সহজ। যে কেউ চাইলেই খুব সহজে কোন প্রকার কোডিং ছাড়াই ব্লগার দিয়ে ওয়েবসাইট বানাতে পারবে।
কিভাবে ব্লগারে ওয়েবসাইট বানানো যায়?
১। প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে।
২। এরপর সেই জিমেইল দিয়ে ব্লগারে সাইন ইন করতে হবে।
৩। এরপর ওয়েবসাইটের টাইটেল ও লিংক ঠিকানা দিয়ে একটি ওয়েবসাইট খুলতে হবে।
৪। এরপর ব্লগারের ড্যাশ বোর্ড থেকে যেকোন একটি থিম পছন্দ করে ওয়েবসাইটটি চালু করতে হবে।
৫। এরপর এতে আপনি আপনার ইচ্ছা মত পেজ ও পোস্ট যোগ করতে পারবেন।
ব্লগার ওয়েবসাইটে কিভাবে গুগলের অ্যাড লাগাতে হয়?
১। প্রথমত আপনাকে প্রাইভেসি , টার্ম ও যোগযোগ , সম্পর্কে নামক ৪ টি পেজ খুলতে হবে।
২। ভাল মানের ৫০০-৭০০ শব্দের কমপক্ষে ৩০টি ব্লগ লিখতে হবে।
৩। এরপর গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে।
৪। অ্যাড অ্যাপ্রুভ হয়ে গেলে ওয়েবসাইটের যেকোন যায়গায় অ্যাড লাগানো যাবে।
এভাবে ব্লগারে গুগলের অ্যাড লাগিয়ে প্রতি মাসে হাজার ডলার আয় করা কোন ব্যাপারই হবে না।