ওয়েবসাইটের সঠিকভাবে এস ই ও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করাটা খুবই খুবই জরুরী। কেননা কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটি ওয়েবসাইট র্যাংক করে।
কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়?
১। ব্লগ লেখার পূর্বে সর্বপ্রথমে একটি সঠিক কিওয়ার্ড বাছাই করতে হবে।
২। এরপর সেই কিওয়ার্ড লিখে গুগলের এর সার্চ বারে সার্চ করতে হবে।
৩। এরপর গুগলের সার্চ বারের নিচের দিকে রিলেটেড সার্চে এরকম অনেক কিওয়ার্ড দেখাবে।
৪। এই কিওয়ার্ডগুলি সব সেভ করে নিতে হবে।
৫। এবার গুগল কিওয়ার্ড প্লানারে যেয়ে সেভ করা কিওয়ার্ড গুলি একের পর এক চেক করে নিতে হবে।
৬। এখান থেকে দেখতে হবে যে কিওয়ার্ড এর কম্পিটিশন কম আর সার্চ বেশি সেই কিওয়ার্ড বাছাই করতে হবে।
৭। বাছাই করার পর সেই কিওয়ার্ড নিয়ে ব্লগ লিখতে হবে।
কিভাবে ব্লগে বাছাই করা কিওয়ার্ডটি সেট করতে হবে?
১। সেই কিওয়ার্ডটি অবশ্যই টাইটেলে থাকতে হবে।
২। সেই কিওয়ার্ডটি মেটা বর্ণ্নায় থাকতে হবে।
৩। কিওয়ার্ডটি ব্লগের ২ বার h2 ট্যাগে ও ১ বার h1 ট্যাগে থাকতে হবে।
৪। কিওয়ার্ডটর ঘনত্ব যেন খুব বেশি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। কিওয়ার্ডটি ইমেজ অল্টার ট্যাগে থাকতে হবে।
এভাবে কিওয়ার্ড রিসার্চ করলে ও সেট করলে ব্লগটি খুব দ্রুত র্যাংক করবে।