হোস্টিং কি এটা আমরা সবাই জানি। এক কথায় যেখানে ওয়েবসাইট থাকে সেটাই হোস্টিং বা সার্ভার। ওয়েবসাইট বানানোর জন্য কোন হোস্টিং ব্যবহার করতে হবে তার আলোচনা এখানে করা হবে।

শেয়ার্ড হোস্টিং

শেয়ার্ড হোস্টিং হল সব থেকে এন্ট্রি লেভেলের হোস্টিং। ছোট ব্যবসা, কমপেজের ওয়েবসাইট ও যারা ওয়েবসাইট ডেভেলপার নন তাদের জন শেয়ার্ড হোস্টিং ভাল। এছাড়া যাদের ওয়েবসাইটে ভিজিটর অনেক কম তারা শেয়ার্ড হোস্টিং ব্যবহার করতে পারেন। এই হোস্টিং দামেও অনেক সস্তা হয়ে থাকে। যে কেউ চাইলেই এই ধরনের হোস্টিং কিনে ওয়েবসাইট বানাতে পারেন। এই হোস্টিং এর সম্পুর্ণ নিয়ন্ত্রণ কোম্পানীর থাকে। কয়েকটি ভাল মানের শেয়ার্ড হোস্টিং কম্পানি হলঃ bluhost, godaddy, a2 hosting ইত্যাদি।

ভিপিএস হোস্টিং

ভিপিএস হোস্টিং এক ধরনের শেয়ার্ড হোস্টিং। তবে এটি সাধারণ শেয়ার্ড হোস্টিং এর থেকে শক্তিশালী হয়। এই হোস্টিং এ অনেক বেশি ভিজিটর লোড নিতে পারে। যারা অনেক বড় ওয়েবসাইট তৈরি করতে চান ও বড় কোন ব্যবসা করতে ইচ্ছুক তারা এই হোস্টিং ব্যবহার করতে পারেন। তবে এর কম বাজেটের হোস্টিং গুলি খুব একটা শক্তিশালি হয়না। তবে বেশি বাজেটের হোস্টিং অনেক শক্তিশালী হয়। এই হোস্টিং এ ব্যবহারকারি রুট নিয়ন্ত্রণ করার প্রবেশ পায়। এই হোস্টিং ব্যবহারকারী নিজের মত করে তৈরি করে নিতে পারে। এর জন্য ব্যবহারকারীকে অনেক দক্ষ হতে হয়। তাকে বিভিন্ন সার্ভার কিভাবে বানাতে হয় তার ধারণা থাকতে হয়। তবে এতে ওয়ান ক্লিক অ্যাপ ইন্সটলের সুবিধা থাকে। আজকাল প্রায় সব কোম্পানিই ভিপিএস সার্ভার প্রদান করে থাকে।

ক্লাউড হোস্টিং

ক্লাউড হোস্টিং এক প্রকারের ভিপিএস হোস্টিং। তবে এটি ভিপিএসের থেকে আরো বেশি শক্তিশালি ও আরো বেশি স্থিতিশীল। ক্লাউড হোস্টিং বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে ব্যবহারকারিকে অনেক বেশি দক্ষ হতে হয়। এটির ভিপিএসের মত সকল সুবিধা আছে। এই হোস্টিং ব্যবহার করে অনেক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানীর ওয়েবসাইট বানানো যায়। কয়েকটি প্রসিদ্ধ ক্লাউড হোস্টিং কোম্পানির নাম হল amazon, google, vultr, digitalocean, alibaba ইত্যাদি।

ডেডিকেটেড হোস্টিং

ডেডিকেটের হোস্টিং ক্লাউড হোস্টিং এর থেকে ও শক্তিশালী। কারণ এই হোস্টিং শুধুমাত্র একজন ব্যবহারি থাকে। কোন প্রকার শেয়ার ব্যবস্থা নেই। এই হোস্টিং অনেক বেশি দামি। আর এই হোস্টিং কনফিগারেশন অনেক উন্নত হয়। যারা একটি হোস্টিং দিয়ে একসাথে অনেকগুলি ওয়েবসাইট চালাতে চান তাদের জন্য এই হোস্টিং খুবই ভাল। ডেডিকেটেড হোস্টিং এর জন্য ব্যবহারকারিকে অনেক বেশি দক্ষ হতে হয়। কারণ তাকেই নিজে নিজে এই হোস্টিং দিয়ে সার্ভার তৈরি করে ওয়েবসাইট বানাতে হয়। যে সকল কোম্পানি ডেডিকেটেড হোস্টিং প্রদান করেঃ vultr, digitalocean, gthost, dreamhost, liquidweb ইত্যাদি।