ওয়ার্ডপ্রেস এর কথা আমরা সকলেই জানি। এটি হল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পৃথিবীতে যত কন্টেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম আছে, তাদের মধ্যে ওয়ার্ডপ্রেস সব থেকে সহজ ও জনপ্রিয়। এটি দিয়ে খুবই সহজে একটি ওয়েবসাইট বানানো যায়। শুরুর দিকে ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট বানানো গেলেও, এখন এই প্ল্যাটফর্মে যেকোন ওয়েবসাইট বানানো যায়।
ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় সকল ধরনের ওয়েবসাইট বানানো যায়। যেমনঃ ব্লগ, ম্যাগাজিন, ব্যবসায়িক, ই কমার্স ইত্যাদি প্রায় সকল ধরনের ওয়েবসাইট বানানো যায়।
এটি দিয়ে ওয়েবসাইট বানাতে কোন প্রকার কোডিং জানা দরকার হয়না। তবে সাধারণ, এইচটি এম এল, সি এস এস, জাভা স্ক্রিপ্ট এর সামান্য ধারণা থাকলে ভাল।
কিভাবে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাতে হয়?
ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাতে প্রথমে হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এরপর এতে একটি থীম ও কয়েকটি প্রয়োজনীয় প্লাগিন ইনস্টল করতে হয়। এরপর সবগুলি সঠিকভাবে সেট করলেই একটি ওয়েবসাইট হয়ে যায়।
থীম কি?

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মূল কাঠামোই মূলত একটি থিম দিয়ে হয়ে থাকে। ওয়ার্ডপ্রেসের ভেতরেই ফ্রিতে থিম দেওয়া থাকে। যা শুধুমাত্র কাস্টমাইজেশন করেই একটি ওয়েবসাইটের প্রায় সকল কিছুই করা যায়। এছাড়া বিভিন্ন থীম ওয়ার্ডপ্রেসের বাইরেও পাওয়া যায়। যা টকা দিয়ে কিনে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে ওয়েবসাইট বানানো যায়। থীম দিয়ে একটি ওয়েবসাইটের কাঠামো, লোগো, ফেভিকন, মেনু, কমেন্ট, পেজ, পোস্ট, ডিজাইন, কালার, ফন্ট ইত্যাদি করা যায়।
প্লাগিন কি?
প্লাগিন হল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ডাইনামিক করার মাধ্যম মাধ্যম। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফ্রি প্লাগিন দিয়ে ওয়েবসাইটটিতে প্রয়োজনীয় উপাদান যুক্ত করা যায়। যেমন মেগামেনু, সম্পর্কিত পোস্ট, ওয়েবসাইটের গতি বৃদ্ধি, ওয়েবসাইটের এস ই ও, ফর্ম, ক্যালেন্ডার ইত্যাদি লাগানো যায়।