একটি ওয়েবসাইটকে শুধুমাত্র তার পছন্দের জায়গায় র্যাংক করানো লোকাল এস ই ও বলে। এইভাবে একটি ওয়েবসাইটের সকল তথ্য, ব্যবসার অবস্থান ও মোবাইল নাম্বার সেট করে দিলে খুব সহজেই কাস্টমার তার কাছ থেকে সেবা নিতে পারেন। লোকাল এস ই ও তে অনলাইন সার্ভিসের থকে অফ লাইন সার্ভিসের জন্য বেশি করা হয়ে থাকে।
কিভাবে লোকাল এস ই ও করতে হয়?
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এস ই ও খুব সহজেই করা যায়। যেমনঃ all in one seo pack, rank math বা yoast প্লাগিনের যেকোন একটির সাহায্যে এটি করা যায়। এর জন্য এই প্লাগিনের সাথে একটি local seo এক্সটেনশন লাগাতে
হবে। এরপর এর business info তে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর opening hours এ সময় সেট করে দিতে হবে।
এবার সাইটম্যাপে দেখতে চেক করে দেখতে যে, এর local seo এর লিংক দেখাচ্ছে কি না। এটা চেক করার জন্য website/sitemap_index.xml বা website/sitemap.xml এই লিংক চেক করতে হবে। যদি লোকাল এস ই ও এর লিংক দেখায় তাহলে এটি ২-৩ দিনের মধ্যে গুগল সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়ে যাবে। এরপর গুগল ম্যাপে ওয়েবসাইটটি এন্ট্রি করতে হবে।
কিভাবে ওয়েবসাইট গুগল ম্যাপে সেট করতে হয়?
প্রথমে google.com/maps ওয়েবসাইটে যেতে হবে।
এরপর সাইডবার থেকে add your bussiness বাটনে ক্লিক করতে হবে।
এরপর ব্যবসার নাম, ধরন, ওয়েবসাইট আড্রেস, ক্যাটাগরি, মোবাইল নাম্বার দিয়ে পর্যায়ক্রমে দিয়ে গুগল ম্যাপে সেট করতে হবে।
এরপর কেউ যদি আপনার ব্যবসার নাম বা ওয়েবসাইট লিখে সার্চ করে তাহলে, আপনার ওয়েবসাইটটি ম্যাপ আকারে দেখাবে। এখানে তখন মানুষ তাদের রিভিউ দিতে পারবে।
এভাবেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লোকাল এস ই ও করতে হয়।