ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা বাড়ানোর জন্য নিজেকে অনেক সতর্ক হতে হবে। নতুবা আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটটি হারাতে হতে পারে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তা বাড়াতে যা করতে হবে।
১। ভাল মানের হোস্টিং এর ব্যবহার
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত হোস্টিং ব্যবহার করলে ওয়েবসাইটের অনেক ক্ষতি হতে পারে, ওয়েবসাইটট হারাতে হতে পারে। এজন্য ভাল মানের ভাল নিরাপত্তা ব্যবস্থা আছে এমন হোস্টিং বা সার্ভার ব্যবহার করতে হবে। ভাল নিরাপত্তা আছে এমন কয়েকটি হোস্টিং হলঃ অ্যামাজন ক্লাউড , গুগল ক্লাউড , গোড্যাডি, নেমচিপ, ডিজিটাল ওশান, আলিবাবা ক্লাউড ইত্যাদি।
২। ওয়েবসাইটে এস এস এল ব্যবহার করা
ওয়েবসাইটে এস এস এল সার্টিফিকেট ব্যবহার করলে ঐ ওয়েবসাইটটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়। বিভিন্ন কোম্পানি এস এস এল বিক্রি করে থাকে। তাদের কাছ থেকে এস এস এল কিনে ওয়েবসাইটে লাগানো যেতে পারে। তবে ফ্রিতেও এস এস এল লাগানো যায়। সেক্ষেত্রে ক্লাউড ফ্লেয়ার, লেটস ইনক্রাইপ্ট এস এস এল থেকে ফ্রিতে এস এস এল লাগানো যায়।
৩। ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা প্লাগিন ব্যবহার
বিভিন্ন নিরাপত্তা প্লাগিন রয়েছে, যা ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে। এই প্লাগিন ব্যবহারের ফলে ওয়েবসাইটে ম্যালওয়ার অ্যাটাক হয় না। সন্দেহমূলক আইপি ব্লক করে। তাই এই প্লাগিনগুলি ব্যবহার করতে হবে। সবথেকে ভাল প্লাগিনগুলি হলঃ sucuri, wordfence, defender ইত্যাদি।
৪। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ডিফল্ট লিংক ঠিকানার পরিবর্তন করা
সাধারণত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ডিফল্ট লিংক website/wp-admin হয়ে থাকে। কেউ আপনার ওয়েবসাইটেরর পাসওয়ার্ড পেতে এই লিংকে যায়। তাই এই লিংককেই পরিবর্তন করতে হবে। যাতে করে কেউ আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড পর্যন্ত না আসতে পারে। এটা প্লাগিন দিয়ে করা যায়। প্লাগিনটির নাম হল wps hide login।
৫। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লিংকে টু ফ্যাক্ট অথেন্টিকেটর এর ব্যবহার করা
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের লিংকে টু ফ্যাক্ট অথেন্টিকেটর ব্যবহার করলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায়, তারপরেও আপনার কাছে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে, যার ফলে সে আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবে না। আর এই ব্যবস্থা করতে যে প্লাগিন ব্যবহার করতে হবে তা হল Two Factor Authentication।