একটি ওয়েবসাইট বানানোর পর তা যদি গুগল সার্চে না আসে, তাহলে সেই ওয়েবসাইট বানানোর কোন মানেই হয় না। আর এই কাজটি করার জন্য ওয়েবসাইটটি বানানোর পর এর সঠিকভাবে গুগল সার্চ লিস্টে আনতে হয়।

কিভাবে ওয়েবসাইটকে গুগল সার্চ লিস্টে আনতে হয়?

ওয়েবসাইটকে গুগল সার্চ লিস্টে আনার জন্য প্রথমে google search console ওয়েবসাইটে ঢুকতে হবে।

এখান থেকে ওয়েবসাইটট যে আপনার তার জন্য ভেরিফিকেশন করতে হবে।

এরপর আপনার ওয়েবসাইটটির সাইট্ম্যাপ লিংক এখানে দিয়ে দিতে হবে। ৩ থেকে ৪ দিনের মধ্যে পুরো ওয়েবসাইটটি গুগলে ইনডেক্স হয়ে যাবে। আর তখন আপনার ওয়েবসাইটটি গুগলে দেখানো শুরু করবে।

কিভাবে একটি ওয়েবসাইট এর সাইটম্যাপ লিংক পাওয়া যাবে?

আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে হয়, সেক্ষেত্রে যেকোন ভাল এস ই ও প্লাগিনের মাধ্যমে খুব সহজেই সাইটম্যাপ লিংক পাওয়া যাবে। যেমনঃ all in one seo pack, yoast, rank math প্লাগিন গুলি সাইট্ম্যাপ বানিয়ে দেয়। এছাড়া বিভিন্ন সাইটম্যাপ প্লাগিন দিয়েও এই কাজটি করা যাবে। আপনার ওয়েবসাইটটি যদি কোন ওয়েবসাইট বিল্ডার এর মাধ্যমে বানানো থাকে, সেক্ষেত্রে সেই কোম্পানি ফ্রিতেই সাইট্ম্যাপ লিংক তৈরি করে থাকে। এছাড়াও xml-sitemaps.com ওয়েবসাইটের মাধ্যমে একটি ওয়েবসাইট এর সাইট ম্যাপ বানানো যায়।

কিভাবে গুগলে সাইটম্যাপ সেট করতে হয়?

এর জন্য google search console ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকে sitemaps বাটনে ক্লিক করে সাইটম্যাপের লিংক দিয়ে submit বাটনে ক্লিক করতে হবে। কয়েকদিনের মধ্যে আপনার ওয়েবসাইটের সাইটম্যাপের লিংক গুগলে ইনডেক্স হয়ে যাবে। আর তখন আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ অপশনে দেখাবে।

শুধু তাই নয়, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর হল কিনা, গুগলে সার্চে আপনার ওয়েবসাইটটি কতবার দেখিয়েছে, কতজন ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসেছে। এসকল কিছুই দেখতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন-