একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন প্লাগিন ব্যবহার করা হয়ে থাকে। তবে যে প্লাগিন গুলি অবশ্যই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করা উচিত, তা হলঃ

১। 404 to 301 – Redirect, Log and Notify 404 Errors

এই প্লাগিনটি ব্যবহার করলে ওয়েবসাইটে আর ৪০৪ এরর হবে না। ৪০৪ এরর হওয়া এস ই ও এর জন্য খুবই খারাপ। ওয়েবসাইট থেকে যেই পেজ গুলি মুছে গেছে যা এখনো সার্চ বারে দেখায়, সেই পেজগুলিকে রিডাইরেক্ট করে এই প্লাগিন।

২। seo plugin

এস ই ও প্লাগিনের মধ্যে all in one seo, yosast বা rank math যেকোন একটি ব্যবহার করা যেতে পারে। এই প্লাগিনের মধ্যে যেকোন একটি ব্যবহারে ওয়েবসাইটের সহজ অনপেজ এস ই ও খুব ভালভাবে সম্পন্ন হয়।

৩। ক্যাশিং প্লাগিন

একটি ওয়েবসাইটের গতি অনেক ভাল থাকার উপর এর ভিজিটর নির্ভর করে। তাই একটি ওয়েবসাইটকে গতিশীল করার জন্য
w3 total cache, wp-super cache বা wp rocket এই ৩ টির মধ্যে যেকোন একটি প্লাগিন ব্যবহার করতে হবে।

৪। শেয়ার প্লাগিন

ওয়েবসাইটের বিভিন্ন পেজ বা পোস্ট বিভিন্ন সোস্যাল মাধ্যমে শেয়ার করলে অনেক ভিজিটর পাওয়া যায়। তাই একটি শেয়ার প্লাগিন অনেক বেশি জরুরি। ভাল কয়েকটি শেয়ার প্লাগিনের মধ্যে রয়েছে-

addtoany
sassy social share
easy social share button

৫। নিরাপত্তা প্লাগিন

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রক্ষা করা অনেক বেশি জরুরি। সঠিক উপায়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের নিরাপত্তার জন্য যে প্লাগিন ব্যবহার করা উচিত

sucuri
wordfence
defender