ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গতি কম হলে কি কি অসুবিধা?
ওয়েবসাইটে ভিজিটর কম ঢুকতে পারে। যার ফলে ব্যবসার ক্ষতি হয়।
সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট এর অবস্থানের অবনতি হয়।
ওয়েবসাইট এর মালিক ওয়েবসাইটে ঢুকে ঠিকঠাক কাজ করতে পারেনা।
কি কি কারণে ওয়েবসাইটের গতি কমে যায়?
নিম্ন মানের কোন কোম্পানির হোস্টিং এর ব্যবহার
প্রসিদ্ধ কোন কোম্পানির কাছ থেকে ডোমেইন না কেনা
ওয়েবসাইটের প্রয়োজনের তুলনায় র্যাম ও প্রসেসর খারাপ হওয়া।
ওয়েবসাইটের এইচটিএল, সি এস এস, জাভা অপ্টিমাইজ না করা।
ওয়েবসাইটে ছবি বেশি হয়ে যাওয়া ও ছবি অপ্টিমাইজেশন না করা।
ওয়েবসাইটে ভিজিটরে চাপ বেড়ে যাওয়া।
কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গতি বাড়বে?
১। ভাল কোন প্রসিদ্ধ কোন কোম্পনির কাছ থেকে হোস্টিং কেনা। যেমনঃ অ্যামাজন, গুগল, গোড্যাডি, ডিজিটাল ওশান ইত্যাদি।
২। ভাল কোন কোম্পানির কাছ থেকে ডোমেইন কেনা। কারণ এই সকল কোম্পানি থেকে ডোমেইন কিনলে তাদের নেমসার্ভারের গতি ভাল থাকে। যার ফলে ওয়েবসাইটের লোড টাইম ভাল হয়। ভাল কোম্পানির মধ্যে রয়েছেঃ গোড্যাডি, নেমচিপ, ডোমেইন ডট কম ইত্যাদি।
৩। ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে এর র্যাম, সি পি ইউ ইত্যাদি বাড়িয়ে নিতে হবে।
৪। সব সময় এস এস ডি সম্বলিত হোস্টিং ব্যবহার করতে হবে।
৫। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এইচটিএল, সি এস এস, জাভা স্ক্রিপ্ট অপ্টিমাইজ এর জন্য ভাল মানের ক্যাশিং প্লাগিন ও সিডি এন ব্যবহার করতে হবে। ভাল মানের ক্যাশিং প্লাগিনের মধ্যে
w3 total cache, wp super cache, wp rocket অন্যতম। আর সিডি এনের জন্য আমাজন, গুগুল, বানি, ক্লাউড ফ্লেয়ার, কি সিডি এন, স্টাকপাথ অন্যতম।
৬। ওয়েবসাইটে অনেক ভিজিটর বেড়ে গেলে অবশ্যই লোড ব্যালান্সিং ব্যবহার করতে হবে।
৭। ওয়েবসাইটে ছবি আপলোড করার আগে তা অবশ্যই অপটিমাইজ করে দিতে হবে।